ভিজিটিং কার্ড 01

ভিজিটিং কার্ড এমন একটি মাধ্যম, যা আমাদের অপরিচিত ব্যক্তিদের সঙ্গে সংক্ষিপ্ত পরিচয় ঘটাতে সাহায্য করে। এই কার্ডটি প্রাথমিক ভাবে প্রভাব সৃষ্টি করে দুই ব্যক্তির মধ্যে। তাই বাস্তু শাস্ত্র মতে এই ভিজিটিং কার্ডটি এমন হওয়া উচিত যাতে তা চিরস্থায়ী ভাবে প্রভাব ফেলতে পারে ব্যক্তির ওপর। তা সে অফিসে হোক বা ব্যবসার জায়গায়। একটি ভিজিটিং কার্ড শুধু মাত্র ব্যবসা বা কর্মে উন্নতি ঘটায় তা নয়, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক দৃঢ় ও মধুর করতেও সাহায্য করে। বাস্তু মতে ভিজিটিং কার্ডেরমাপ, কার্ডের রং ও ডিজাইন সঠিক হতে হবে যা আপনার কার্ডটিকে করে তুলবে আকর্ষণীয়। এছাড়া সঠিক ভিজিটিং কার্ড নির্বাচনের মাধ্যমেই হবে কর্মের উন্নতি। আপনার ব্যবসার প্রচারের জন্য ভিজিটিং কার্ড অত্যান্ত জরুরী, তাই ভিজিটিং কার্ড এর ডিজাইন ও গুনগত মান ঠিক রাখাটাও জরুরী, ডিজাইন ও গুনগত মানের জন্য আমাদের উপর পরিপূর্ণ আস্থা রাখতে পারেন নিশ্চিন্তে। তাই ‘Graphics Design House’ আপনাদের মাঝে নিয়ে এসেছে ‘Visiting Card Design’ সল্প খরচে সর্বোচ্চ লেবেলের ডিজাইনের নিশ্বয়তা। এখানে আপনারা সব ধরনের বিজনেস বা ভিজিটিং কার্ড খুবই সল্প খরচে ডিজাইন করতে পারবেন। আমাদের অফিসে এসে অর্ডার করতে পারবেন অথবা অন-লাইনে অর্ডার করলে আপনার ঠিকানায় কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব। আমাদের আরও সেবা সমূহ : সকল প্রকার ভিজিটিং কার্ড,সিল, সাইনবোর্ড, ব্যানার, ফেস্টুন, ষ্টীকার, ক্যাশ মেমো, পোষ্টার, লিফলেট, ভাউচার,প্যাড, খাম সহ যাবতীয় প্রিন্টিং এর কাজ করি।
Post a Comment (0)
Previous Post Next Post